আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে উত্তরবঙ্গের সেতুগুলিতে নজরদারি বাড়ালো রাজ্য পুলিশ। যে কোনোরকম নাশকতামূলক ঘটনা এড়াতে মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কোচবিহারের সেতুগুলির আশেপাশে বিশেষ তল্লাশি চালায় জেলা পুলিশ। মেটাল ডিটেক্টর-এর সাহায্যে সেতুর আশেপাশে তল্লাশি চালিয়ে দেখে নেওয়া হয় কোথাও কিছু বিষ্ফোরক জাতীয় জিনিস রাখা আছে কিনা। 

এদিন সীমান্ত ঘেঁষা মাথাভাঙা শহরের কিছু গুরুত্বপূর্ণ সেতুর আশেপাশে তল্লাশি চালায় পুলিশের একটি দল। মেটাল ডিটেক্টর-এর সাহায্যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেওয়া হয় কোথাও কিছু বিষ্ফোরক আছে কিনা। শহর লাগোয়া ধরলা নদীর উপর সুটুঙ্গা সেতু ও উপেন বর্মণ সেতুতে তল্লাশি হয়েছে। এছাড়াও বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে বাজার ও ধর্মস্থানগুলিতে।  

জানা গিয়েছে, গোটা সপ্তাহ জুড়ে এই তল্লাশি অভিযান চলবে। মাথাভাঙা পুলিশের একটি সূত্র জানায়, কোনো সমাজবিরোধী চক্র যদি নাশকতার চেষ্টা করে তবে তারা প্রথমেই 'টার্গেট' করে সেতু ও জনবহুল বাজারের পাশাপাশি ধর্মস্থানগুলিতে। সেজন্যই এই জায়গায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, আগাম সতর্কতা হিসেবে এই তল্লাশি অভিযানে নামা হয়েছে। সপ্তাহ জুড়েই লাগাতার এই কর্মসূচি চলবে।